বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় বাড়লো মৃত্যু, শনাক্ত ২০৮৭


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ জুন, ২০২২ ৪:২৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত হয়েছে ২ হাজার ৮৭ জন। এ সময় তিনজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়াদের মধ্যে দুজন চট্টগ্রামের ও একজন ঢাকার বাসিন্দা। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪৫ জনে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার করোনায় দুজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ২ হাজার ১০১ জনের।

আরও পড়ুন: ৫-১২ বছর বয়সী শিশুরা যেভাবে টিকা দিতে পারবে

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০০ জন।

এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর