শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত, স্থবির বিচারকাজ



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ জুন, ২০২২ ৯:৪৫ : পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। এসময় কোর্ট পরিচালনার ক্ষেত্রে সব আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

আক্রান্ত ১২ বিচারপতির মধ্যে রয়েছেন-আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি ইকবাল কবীর।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করলে অনেক বিচারপতির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর