বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

পদ্মা সেতুতে অতিরিক্ত কড়াকড়ি, সেনাবাহিনীর টহল


আজ পদ্মা সেতুতে টহলরত সেনাবাহিনীর গাড়ি। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ জুন, ২০২২ ৪:৪৫ : অপরাহ্ণ

পদ্মা সেতুর রক্ষাণাবেক্ষণ ও টহলে নেমেছে সেনাবাহিনী। তাদের টহলের পর আজ সোমবার সেতুর ওপর থামছে না কোনো যানবাহন।

সাধারণ মানুষ যেন পদ্মা সেতুতে চলাচলের সময় নির্ধারিত আইন মেনে চলে, তা নিশ্চিত করতে সোমবার থেকে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যান চলাচলের জন্য পদ্মা সেতু চালু করার পর থেকেই সাধারণ মানুষদের নিয়ম ভাঙতে দেখা যায়। অনেকেই গাড়ি থামিয়ে সেতুর ওপর টিকটক করেছেন।

সেতুর ওপরে নাট বোল্টু খুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন দুইজন। তাদের একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রথম দিনেই দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলে আজ সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

গতকাল রোববার সেতুর ওপর যেমন চিত্র দেখা গেছে, আজ পরিস্থিতি তা থেকে সম্পূর্ণ ভিন্ন।

সকাল থেকে সেতুতে মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া হেঁটেও উঠতে দেয়া হচ্ছে না মানুষকে।

গতকাল বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া ভিডিও ও ছবিতে সেতুর ওপর রাস্তার পাশে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে সোমবার একেবারেই খালি ছিল রাস্তা।

সেনাবাহিনীর টহল গাড়িকে সেতুর ওপর দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে সরিয়ে দিতে দেখা গেছে। প্রথম দিনের তুলনায় পুরো সেতু এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর