শনিবার, ২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় একদিনের ব্যবধানে শনাক্ত দ্বিগুণ


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৭ জুন, ২০২২ ৯:৪৯ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার) করোনায় ৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৪ জন আর বিভিন্ন উপজেলার ১২ জন। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার চট্টগ্রামে ৩৩ জনের করোনা শনাক্ত হয়। এ সময় কারো মৃত্যু হয়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৪৪৯ জন। বাকি ৩৪ হাজার ৫৬৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। বাকি ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর