রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

বেড়েই চলছে করোনা, একদিনে শনাক্ত ১৬৮০, মৃত্যু ২


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জুন, ২০২২ ৪:২৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮০ জন। এ সময় দুজনের মৃত্যু হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪০ জনে।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার করোনায় তিনজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১ হাজার ২৮০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন।

এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩৩, শনাক্তের হার ১৫.৯৪ শতাংশ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর