রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ জুন, ২০২২ ১১:০৭ : অপরাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধনের একদিন পর রোববার সকাল থেকে যান চাল শুরু হয়েছে। আর যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলো।
রোববার রাত ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত হন। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।।
মৃত দুজন হলেন-মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। তাদের বাড়ি দোহার থানা এলাকায় বলে জানা গেছে।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
পদ্মা সেতুর নাট খুলে আরও এক যুবক ভাইরাল
এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, দুই মোটর সাইকেলের গুরুতর আহত দুইজন সেতুর উপর পড়ে আছেন। দুর্ঘটনাস্থলের পাশেই রক্ত ও আহতদের জুতা পড়ে আছে।
প্রসঙ্গত, শনিবার সকালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ৬টা থেকে সকল ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।