শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ


পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জুন, ২০২২ ৯:৫৫ : অপরাহ্ণ

উদ্বোধনের একদিন পরই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আজ রোববার রাতে মোটরসাইকেল দুর্ঘটনার পর এ সিদ্ধান্ত নেয় সেতু বিভাগ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এর আগে আর যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর নাট খুলে আরও এক যুবক ভাইরাল

স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে সর্ব সাধারণের জন্য। রোববার সকাল ৫টা ৪০ মিনিট থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। আর সেতু চালু হওয়ার পর প্রথমদিনই যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা যায়।

এদিকে রোববার সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রথম ৮ ঘণ্টায় সেতু দিয়ে ১৫ হাজার ২০০টি গাড়ি চলাচল করেছে। এসব গাড়ি থেকে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

এসময় ৯ হাজার ২৭২টি মোটরসাইকেল টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছে। যানবাহন চলাচল শুরু হওয়ার পর প্রথম ৮ ঘণ্টায় সেতু পার হওয়া যানবাহনের মধ্যে প্রায় ৬১ শতাংশ ছিল মোটরসাইকেল।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর