রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে রাতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৮ জুন, ২০২২ ৯:১৯ : পূর্বাহ্ণ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের দুটি স্থানে পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর আকবর শাহ থানার ১ নম্বর ঝিল এবং বিজয় নগর এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

মৃতরা হলেন-শাহীনুর আক্তার (২৬), মাইনুল আক্তার (২৪), লিটন (২৪) ও ইমন (১৪)।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ জানান, রাত ১টার দিকে ১ ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে উঠা একটি ঘরের উপর মাটি ধসে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে মাটির নিচ থেকে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। তারা বোন। তাদের বাবা ফজল হক (৭০) ও মা মোশারা বেগম (৬৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এরপর রাত ৩টার দিকে আকবর শাহ থানার ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দুজনের মরদেহ উদ্ধার করে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর