শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

এবার সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ ঘোষণা


সিলেট রেলস্টেশনে বন্যার পানি ঢুকে পড়ায় আজ শনিবার দুপুরে বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ জুন, ২০২২ ৪:৪৭ : অপরাহ্ণ

সিলেটে বন্যা পরিস্থিতি চরম মাত্রায় পৌঁছেছে। এবার বানের পানিতে তলিয়ে গেছে রেললাইন। যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে রেলওয়ে স্টেশন। সারা দেশের সঙ্গে এখন রেল যোগাযোগ বিচ্ছিন্ন সিলেটের। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে।

আজ শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে। ঢাকা বা চট্টগ্রাম থেকে এখন সরাসরি সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবে না।

তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার।

এর আগে বন্যার পানিতে তলিয়ে যায় সিলেট বিমানবন্দরও। যে কারণে বিমান ওঠা-নামা বন্ধ রয়েছে।

বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকার ফলে দুপুরে দিকে সিলেট ও সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে দুই জেলার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর