শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ জুন, ২০২২ ১১:২৮ : পূর্বাহ্ণ

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মর্যাদার আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ এর এবারের আসর অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। সাধারণত বছরের মধ্যাহ্নের সময় এ মহাযজ্ঞের আয়োজন করা হলেও মরুতীর্থ কাতারের তীব্র গরমের কারনে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে শীতকালে। তাই এবার বিশ্বকাপ মাঠে গড়াবে নভেম্বর-ডিসেম্বরে।

বিশ্বকাপের বাকি আরও ১৫৮ দিন। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেল দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ২২তম আসরের ৩২টি দল।

যদিও গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় ২৯টি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। সে ড্র-এ তিন দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজানো হয়।

মঙ্গলবার এবারের আসরের ৩২তম দল হিসেবে নিজেদের টিকিট নিশ্চিত করে কোস্টারিকা। এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম।

এ প্রতিযোগিতার তালিকায় থাকা ৩২ দেশের মধ্যে ৩১ দেশকেই মূল পর্বে আসতে পাড়ি দিতে হয়েছে বাছাই পর্ব। কেবল স্বাগতিক দেশ হিসেবে সরাসরি মূলপর্বে অংশগ্রহণের টিকেট পেয়েছে কাতার। বাকি ৩১ দল নিজ নিজ মহাদেশীয় বাছাই পর্ব পেরিয়ে পেয়েছে কাতারের টিকিট।

৮ গ্রুপে ভাগ হয়ে এ দেশগুলো লড়বে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে।

আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

দেখে নিন বিশ্বকাপের ৩২ দল কে কোন গ্রুপে

কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর