রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ জুন, ২০২২ ৩:৫৬ : অপরাহ্ণ
আচমকা মুহুর্মুহু গুলি। দৌড়াদৌড়ি পড়ে যায় চারদিকে। আজ শুক্রবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাতাড়ি গুলি চালালেন একজন পুলিশ সদস্য। এ ঘটনায় নিহত হয়েছেন একজন নারী। পরে নিজের রিভলবারের গুলিতে আত্মঘাতী হন ওই পুলিশ সদস্য।
এ ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বাংলাদেশ উপ-দূতাবাসের মতো নিরাপত্তা ঘেরাটোপে থাকা এলাকায় কী করে এমন ঘটনা ঘটলো, তা নিয়ে ক্ষোভ জানিয়েছে উপ-দূতাবাস।
কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে যোগ দিয়েছিলেন ওই পুলিশ কর্মী।
স্থানীয়রা জানিয়েছেন, ওই পুলিশ সদস্য মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। অন্তত ১০ থেকে ১৫ রাউন্ড গুলি করেন। সেই সময় একটি বাইকে যাচ্ছিলেন দুজন নারী। ছোড়া গুলি গিয়ে লাগে বাইক চালকের পিঠে। বাইকের পিছনে থাকা এক ভদ্রমহিলার গায়েও গুলি লাগে। এ সময় গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এরপর দুয়েকটা ফায়ারিং গাড়িতেও হয়েছে। ওই পুলিশ কর্মী যখন বুঝতে পারলেন এটি দণ্ডনীয় অপরাধ তখন তিনি নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেন।
নিহত পুলিশ কর্মীর মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। আর তার গুলিতে নিহত নারীর মরদেহ পুলিশ নিয়ে গেছে।