প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :৯ জুন, ২০২২ ২:৩৪ : অপরাহ্ণ
পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ করতে পারেনি খুলনা মহানগর বিএনপি।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।
গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, সমাবেশস্থলে নেতা-কর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন পুলিশ এসে মঞ্চ ও ব্যানার খুলে ফেলে এবং চেয়ার সরিয়ে নেয়। এছাড়া নেতা-কর্মীদের আটক করার চেষ্টা করা হয়।’ পরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতারা পুলিশের এই আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।
জানতে চাইলে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, অনুমতি না নেওয়ায় তাদের সড়কে সমাবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।