শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

সীতাকুণ্ডে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ জুন, ২০২২ ১১:৫৬ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানা (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে।

মাসুদ রানা জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কন্টেইনার ডিপোতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর তাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল।

৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রাসায়নিক পণ্যবোঝাই কন্টেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ হতাহত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইতোমধ্যে ছয়টি কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর