নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ জুন, ২০২২ ২:৪৫ : অপরাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পেছনে ‘কিছু একটা ঘটেছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, ‘নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, এটা আমার বিশ্বাস। না হলে এতোগুলো প্রাণ যায় না।’
আজ মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপককর্মী শাকিল তরফদারের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কীভাবে এই ভয়াবহ বিস্ফোরণ-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কার গাফিলতি সেটি নির্ণয় এবং স্যাবোট্যাজ বা উদ্দেশ্যমূলক কি না জানতে তদন্ত করতে হবে।’
এই দুর্ঘটনার পেছনে প্রভাবশালী কেউ থাকলে শাস্তি হবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন কাউকে ছাড় দিয়েছেন? যারই সংশ্লিষ্টতা থাকুক শাস্তি পেতেই হবে।’
আরও পড়ুন: কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে, আরও দুই লাশ উদ্ধার
ডিপোতে আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক বাহিনীর সাহসিকতার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘এখনকার ফায়ার সার্ভিস আগের মতো নয়। এখন তারা আর ঘন্টিবাজানো বাহিনী নয়, একটি অত্যাধুনিক বাহিনী। আগে আগুন নেভার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে হাজির হতো। এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে সরকার। সক্ষমতা বৃদ্ধিতে আরও কাজ চলছে।’
উল্লেখ্য, শনিবার রাত ৯ টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর একটা কনটেইনারে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ডিপো কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্বাভাবিক নিয়মে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। এরপর ৪০ মিনিটের মাথায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের তীব্রতা এতোই বেশি ছিল যে, আশপাশের কয়েক কিলোমিটার এলাকা তীব্রভাবে কেঁপে ওঠে।