শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সীতাকুণ্ডের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা-সংসদে প্রশ্ন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ জুন, ২০২২ ৮:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কিনা তা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

আজ রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘এটা জাতীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। এখনও বেসরকারি ওই কন্টেইনার ডিপোর মালিক গ্রেপ্তার হয়নি। এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা নামমাত্র কোনো তদন্ত কমিটি দেখতে চাই না। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত কারণ বের করতে হবে।’

হারুনুর রশীদ বলেন, ‘বিস্ফোরণের ঘটনা নিয়ে সংসদে মন্ত্রীর বিবৃতি দাবি করছি। আশা করি, এই বাজেট অধিবেশনের মধ্যেই তিনি সংসদে বিবৃতি দিয়ে আমাদের বিস্তারিত জানাবেন।’

এরপরই সংসদ অধিবেশন আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত মূলতবি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর