সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধনীতে আমন্ত্রণ পাবেন খালেদা, পেতে পারে বিশ্বব্যাংকও


ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ জুন, ২০২২ ৪:১৬ : অপরাহ্ণ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংক এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,‘এখন উনি তো (খালেদা জিয়া) সাজাপ্রাপ্ত। তারপরও বিএনপি চেয়ারপারসন হিসেবে দাওয়াত পাওয়ার কথা। তবে আমরা নিয়ম জেনে (দাওয়াত) দেবো।’

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে যারা বিরোধিতা করেছিল তাদেরকে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে। বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর, তাকেও আমন্ত্রণ করা হবে।’

আশা করেন তারা আসবে কি না? এ প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আশা-নিরাশার কোনো বিষয় না। আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, দিস ইজ ভেরি ইমপরট্যান্ট।’

অনুষ্ঠানে নির্বাচন ও বিএনপি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটা বড় দল। আমরা চাই তারা নির্বাচনে আসুক। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। এখন নির্বাচনে অংশ না নিয়ে যদি মনে করেন হত্যা, সন্ত্রাসের পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসবেন, তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর