শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ জুন, ২০২২ ৫:০৫ : অপরাহ্ণ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর ১৪ নম্বর থেকে রজনীগন্ধা টাওয়ার পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা।

আজ শনিবার বিকেল ৩টার পর থেকে সড়ক অবরোধ করেন তারা।

মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিমসহ আরো পাঁচ-সাতটা গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধে অংশ নিয়েছেন।

দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তামান্না গার্মেন্টসের শ্রমিক সালমা খাতুন।

তিনি বলেন, আমরা বহুবার অফিসের স্যারদের অনেক ভাবে বুঝিয়েছি- চাল, ডাল, তেলের দাম ও ঘর ভাড়া বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। আমাদের বেতন কিছু বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু তারা আমাদের কথা মানতে রাজি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

সালমা খাতুন বলেন, এর আগেও একদিন রাস্তায় নেমেছিলাম। সে দিন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত কাজ হয়নি। তাই আবার এই এলাকার সব গার্মেন্টসের শ্রমিক একসঙ্গে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর