শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চাকরি

রাঙ্গামাটি জেলা পরিষদে চাকরির সুযোগ, নেবে ৪৬২ জন



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ জুন, ২০২২ ১০:১৮ : পূর্বাহ্ণ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী শিক্ষক।

পদের সংখ্যা: ৪৬২ টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস। দ্বিতীয় শ্রেণির ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ২১-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর।

বেতন ও সুযোগ সুবিধা: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে মাসিক বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনপ্রক্রিয়া: আবেদনকারীকে এই লিংকে গিয়ে নির্ধারিত আবেদনপত্র ও প্রবেশপত্রের ফরম পূরণ করতে হবে। এরপর বিজ্ঞপ্তির ৪ নম্বর ক্রমিকে উল্লিখিত কাগজপত্রসহ আগামী ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বাক্সে আবেদন জমা দিতে হবে। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ঠিকানা বরাবর ডাকযোগেও আবেদনপত্র পাঠানো যাবে।

আবেদন ফি: ৪০০ টাকা।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর