সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

নির্বাচন সুষ্ঠু করতে জনগণকেই এগিয়ে আসতে হবে: মার্কিন রাষ্ট্রদূত


মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩১ মে, ২০২২ ১:২৭ : অপরাহ্ণ

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে-এমন মন্তব্য করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে হবে। দেশের জনগণ, সরকার, মিডিয়া সকলে মিলেই নির্বাচনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে হবে।’

আজ মঙ্গলবার ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) আলোচনায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন, মানবাধিকার, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা ও নতুন অর্থনৈতিক জোট নিয়ে জাতীয় প্রেসক্লাবে ডিকাব এ আলোচনার আয়োজন করে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ থেকে বের হতে হলে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটবে না এর নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশ সরকারকে। এছাড়া যে ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত এবং সরকারের ভূমিকা পরিষ্কার করতে হবে।’

পিটার হাস বলেন, ‘র‌্যাবের ওপর অভিযোগের সুরাহায় সুনির্দিষ্ট ব্যবস্থা ও বাহিনীটিকে জবাবদিহিতায় আনা ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। আমরা র‌্যাবকে সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর বাহিনী হিসেবে দেখতে চাই। তবে তাদের মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে মানবাধিকার সমুন্নত রাখা। মতপ্রকাশের স্বাধীনতাও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে মানবাধিকার ও বাক স্বাধীনতার বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান ‘নো এক্সিউজ’। এসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পিটার হাস বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কার মতো নয়। কারণ হিসেবে তিনি দেখান-বাংলাদেশে মাইক্রো ফিন্যান্স শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। চীনের প্রতি সামান্য নির্ভরশীলতা রয়েছে। এশিয়ান উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম গতিশীল। গত পঞ্চাশ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বন্ধু ছিল, আগামীতে থাকবে।’

বিগত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল কোনো বন্ধু বাংলাদেশের ছিল না, আগামী ৫০ বছরেও হবে না এমন মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছরে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করে যাবে, যেভাবে গত ৫০ বছর কাজ করে গেছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর