শনিবার, ৬ জুলাই, ২০২৪ | ২২ আষাঢ়, ১৪৩১ | ২৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আমরাও দেখবো, কত ধানে কত চাল, বিএনপিকে হুঁশিয়ারি কাদেরের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩১ মে, ২০২২ ২:০৪ : অপরাহ্ণ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘বিএনপি ছাত্রদলকে দিয়েই নাকি আন্দোলন শুরু করিয়েছে ক্যাম্পাস থেকে। আমরাও দেখবো, কত ধানে কত চাল। সব কিছুর একটা শেষ আছে। বাড়াবাড়ি ভালো নয়।’

আজ মঙ্গলবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী সংগঠনের এক যৌথ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মনে করেছে ছাত্রদলকে দিয়ে ক্যাম্পাসে অরাজকতা করবে। তারা ’৭৫-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার স্লোগান দেবে? নেত্রীকে হত্যার হুমকি দেবে আর আমরা যারা আওয়ামী লীগ করি, তারা কি বসে আঙ্গুল চুষবে? যারা ছাত্র রাজনীতি করে তারা কি বসে থাকবে? তাদের রক্ত গরম হবে না?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেবরা এসব স্লোগান শিখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ছাত্রলীগ কি চুপ করে বসে থাকবে? নেত্রীকে অপমান করা হচ্ছে। এই অপমান কি আমরা সইতে পারি? এসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে।’

বিএনপি মহাসচিবকে হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলকে বলে দিচ্ছি আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিবেন আমাদের সামনে। আওয়ামী লীগ কি মরে গেছে? আমরা কি রাজপথ কাউকে ইজারা দিয়েছি? আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথেই আছে।

পদ্মা সেতুর উদ্বোধনে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা পদ্মা সেতু নিয়ে কত বিদ্রুপ, ঠাট্টা করেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতুতে উঠবেন না, পড়ে যাবেন। আজ শেখ হাসিনার হিমালয় সমান দৃঢ়তার কারণে পদ্মা সেতু হয়েছে। এখন তাদের বুকে বিষ জ্বালা ধরেছে।’

৪ জুন সারাদেশে বিক্ষোভের ডাক আওয়ামী লীগের

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪ জুন সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে যৌথসভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ কর্মসূচি ঘোষণা করেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর