রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ মে, ২০২২ ১১:৩২ : পূর্বাহ্ণ
পাকিস্তানে সদ্য ক্ষমতায় আসা শাহবাজ সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে ছয় দিনের সময় বেঁধে দিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তা না করলে ‘পুরো জাাতি’ রাজধানীতে ফিরে আসবে বলে আলটিমেটাম দেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের জিন্নাহ অ্যাভিনিউতে অনুষ্ঠিত ‘আজাদি মার্চ’-এ জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আলটিমেটাম দেন।
জনসভায় ইমরান খান বলেন, ‘সরকার আমাদের আজাদি মার্চ ভন্ডুল করার জন্য সম্ভব সব ধরনের কৌশল প্রয়োগ করেছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভে কাঁদানে গ্যাস ছুড়েছে। আমাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বাড়ির প্রাইভেসি লঙ্ঘন করেছে। তবে আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।’
পিটিআই চেয়ারম্যান বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সরকার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত এখানে বসে থাকব, কিন্তু আমি গত ২৪ ঘণ্টায় যা দেখেছি, তারা (সরকার) জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা জাতি ও পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাও করছে।’
ইমরান খান বলেন, ‘আমি ইসলামাবাদে অবস্থান ধর্মঘট পালন করলে সরকারই খুশি হবে। কারণ এতে জনগণ, পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ বাধবে।’
এ সময় তিনি পিটিআই-এর মিছিল ঠেকাতে অভিযান এবং গ্রেপ্তারসহ ‘আমদানি করা সরকারের’ গৃহীত ‘কৌশলের’ নিন্দা জানান। একই সঙ্গে লংমার্চের বিষয়টি আমলে নিয়ে নির্দেশনা দেয়ায় সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ দেন তিনি।
শাহবাজ সরকারকে হুঁশিয়ারি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘এই আমদানি করা সরকারের জন্য আমার বার্তা হলো পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা করা। অন্যথায় আগামী ছয় দিন পর আমি পুনরায় ইসলামাবাদ ফিরে আসবো।’