রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

নাগরিক ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক: যা বললেন ফখরুল ও মান্না


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ মে, ২০২২ ১১:২৬ : অপরাহ্ণ

নাগরিক ঐক্যের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে কার্যকর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বৈঠকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিতে ঐকমত্য তৈরি হয়েছে বলে তিনি জানান।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে প্রথমে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে দলটির নেতাদের সঙ্গে সংলাপে বসে বিএনপি নেতৃবৃন্দ।

রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার পর বৈঠক শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই বৈঠক চলে।

বৈঠক শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে সঙ্গে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘শিগগিরই আমরা আন্দোলনের রূপরেখা ঘোষণা করবো।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচন বিষয়ে আমরা একমত হয়েছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করছি, এই আলোচনার রেশ ধরে বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা ফলপ্রসূ হবে। আমরা অন্যান্য দলগুলোর সঙ্গেও কথা বলব। অতিদ্রুত আলাপ-আলোচনা তাদের সঙ্গে শেষ করে আমরা আশা করছি যে, আমরা একটা যৌথভাবে আন্দোলনের সূচনা করতে পারবো এবং খুব শিগগিরই আমরা এই কাজটা করতে পারব।’

এর আগে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘একটা আন্দোলন গড়ে তুলবার জন্য যেগুলো করা দরকার, এর সবই বিস্তারিত না হলেও একদম মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে এক যুগের বেশি সময় ধরে আমাদের অভিজ্ঞতা বলছে, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু, ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এরই ভিত্তিতে এ সরকার চলে যাওয়ার পর পরবর্তী নির্বাচন না পর্যন্ত যারা দায়িত্বে থাকবেন ( তাকে যে নামেই ডাকি), এই দাবির ভিত্তিতে আমরা বিজয় পর্যন্ত লড়াই করবো।’

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

নাগিরক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ছিলেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এস এম আকরাম, প্রেসিডিয়াম সদস্য মোফাখরুল ইসলাম নবাব, জিল্লুর চৌধুরী দীপু, যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আবু জাহেদ মোহাম্মদ সারওয়ার, আনিসুর রহমান খসরু, মাহবুব মুকুল, মনজুর কাদের, এস এম এ কবির হাসান, আবু তালেব দেওয়ান, অহিদুজ্জামান মুহিদ, আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর