নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ মে, ২০২২ ২:১৬ : অপরাহ্ণ
বর্তমান সংকটময় পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি। এখনই গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন।
আজ শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে সংগঠনটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে এফবিসিসিআই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় এফবিসিসিআই ও বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জসিম উদ্দিন বলেন, ‘বর্তমান সংকটময় পরিস্থিতিতে যারা গ্যাস, বিদ্যুতসহ জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব দিচ্ছে, তারা মূলত সরকারকে বেকায়দায় ফেলতে এ প্রস্তাব দিয়েছে।এ পরিস্থিতিতে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সময় এটা নয়। যে চেষ্টা হচ্ছে, সেটি আত্মঘাতী সিদ্ধান্ত।’
এফবিসিসিআই’র সভাপতি বলেন, ‘এমতাবস্থায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের দাম বৃদ্ধির প্রস্তাবটি আপাতত স্থগিত করে কোভিড এবং ইউক্রেন সংকটের কারণে বিশ্বব্যাপী বিরাজমান সংকটময় পরিস্থিতি প্রশমিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এতে সাধারণ জনগণকে স্বস্তি দেয়ার পাশাপাশি শিল্পখাতের সক্ষমতা বজায় থাকবে।’
জসিম উদ্দিন বলেন, ‘সময় থাকতে সরকারকে তা বুঝতে হবে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়লে সব ধরনের পণ্যের দাম বাড়বে। এর প্রভাব পড়বে জনজীবনের ওপর। এটা চলতে থাকলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। তার দায়ভার তখন সরকারকে নিতে হবে।’
এফবিসিসিআই’র সভাপতি বলেন, ‘এর পরও যদি দাম বাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে সেটি ব্যবসায়ীদের ওপর না চাপিয়ে বিদ্যুৎ খাতের তহবিল থেকে ভর্তুকির মাধ্যমে সমন্বয় করা হোক।’