শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

৩১ মে থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা


ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৯ মে, ২০২২ ৬:৪১ : অপরাহ্ণ

আগামী ৩১ মে থেকে মাসব্যাপী ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ শুরু হচ্ছে। চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

ওই দিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক রাজনীতি সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারির কারণে গত বছর এই মেলা অনুষ্ঠিত হয়নি। এর আগে ২০২০ সালে মেলা শুরু হওয়ার ১২ দিনের মাথায় করোনার কারণে মেলা বন্ধ ঘোষণা করা হয়।

আয়োজকরা জানান, ৪ লাখ বর্গফুটের এ মেলায় এবার অন্তত ৪ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় থাইল্যান্ড, ভারত, ইরান ও তুরস্কের বিভিন্ন স্টল থাকবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

আরও পড়ুন:

বাংলাদেশের যেসব তারকা প্লাস্টিক সার্জারি করেছেন!

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৭৪৯ টাকা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর