বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

৩ বছর পর তামিমের ব্যাটে ধরা দিলো সেঞ্চুরি


বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :১৭ মে, ২০২২ ১:০৫ : অপরাহ্ণ

লম্বা সময় ধরে সাদা পোশাকে সেঞ্চুরি খরা চলছিল তামিম ইকবালের। ২০১৯ সালের পর কয়েকবার ৯০-এর ঘরে গিয়েও শতরানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবে এবার সুযোগ হাতছাড়া করলেন না তিনি।

নিজের ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন বাঁহাতি এই ওপেনার।

১৬২ বলে তামিম পূরণ করেন শতক। এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১২টি চার।

তামিম টেস্টে সবশেষ শতকটি করেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এর মাঝে কেটে গেছে ১৬ ইনিংস।

সেঞ্চুরির পাশাপাশি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকও হয়ে যান তামিম।

টেস্টে বাংলাদেশের হয়ে এতোদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুশফিকুর রহিমের। এই রেকর্ড এখন তামিম ইকবালের দখলে।

৬৫ টেস্টে তামিমের মোট রান ছিল চার হাজার ৮৪৮। এর চেয়ে ৮৪ রানে এগিয়ে ছিলেন মুশফিক (৮১ টেস্টে ৪৯৩২ রান)। আজ তামিম সতীর্থকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌছে গেলেন।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৬৮ রান। ৫৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়।

শ্রীলঙ্কার চেয়ে এখনো ২২৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে রয়েছে ৯ উইকেট।

এর আগে, গতকাল টেস্টের দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর