শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

দিল্লিতে তাপমাত্রা ছাড়ালো ৪৯ ডিগ্রি



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ মে, ২০২২ ২:৫৩ : অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে তাপমাত্রা পূর্বের সব রেকর্ডকে ভেঙে দিলো। গতকাল রোববার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপদাহের কারণে সেখানকার জনজীবন কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুষ্ক পশ্চিমী বায়ুর প্রবেশের কারণে এমন তাপদাহ শুরু হয়েছে। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আরো দু’একদিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বান্দা জেলায় মে মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা এটি, এর আগে ১৯৯৪ সালের ৩১ মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

দিল্লি ছাড়াও ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও হরিয়ানার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। রোববার এসব রাজ্যের অনেক অঞ্চলে তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়ে গেছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর