নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ মে, ২০২২ ২:০৭ : অপরাহ্ণ
সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন কার্যক্রম চলবে তিন দিন ধরে। আর তিন দিনব্যাপী এই নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী সোমবার (১৬ মে)। তিন দিনের এই কার্যক্রম শেষ হবে আগামী বুধবার (১৮ মে)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হজযাত্রী হিসেবে নিবন্ধনের জন্য প্রার্থীর কমপক্ষে সাত মাসের মেয়াদের (৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত) একটি পাসপোর্ট থাকতে হবে। নিবন্ধনের পর কোনো প্রার্থী যদি হজে যেতে না পারেন তাহলে কেবল বিমানভাড়া ও খাবার বাবদ নেওয়া টাকা ফেরত দেওয়া হবে।
তবে কোনো প্রার্থী যদি বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করেন তাহলে তিনি সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।
এছাড়া কোরবানির উদ্দেশে প্রত্যেক হজযাত্রীকে অতিরিক্ত ৮১০ সৌদি রিয়াল (১৮ হাজার ৮৩২ টাকা) সঙ্গে নেওয়ার জন্যও বলা হয়েছে।