রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ মে, ২০২২ ১:০৬ : অপরাহ্ণ
বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য কোরবানি ব্যতীত সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৪ লাখ ৬৩ হাজার ৭শ ৪৪ টাকা নির্ধারণ করেছে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা অনুষ্ঠানে এমনটি জানানো হয়।
এর আগে গতকাল বুধবার সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী।
এবার প্যাকেজ-১-এ ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা, প্যাকেজ-২-এ এই খরচ চার লাখ ৬২ হাজার ২১৫ টাকা। দুই প্যাকেজেই গত বছরের তুলনায় হজ-যাত্রীদের খরচ বাড়ছে ১ লাখ টাকার বেশি।
হাব জানায়, হজ এজেন্সি গুলো স্ব স্ব প্যাকেজ ঘোষণা করতে পারবে, তবে হাব ঘোষিত প্যাকেজের নিচে কোনও প্যাকেজ মূল্য ঘোষণা করা যাবে না।
প্রত্যেক হজ যাত্রীর জন্য স্বাস্থ্যপরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকা, কোভিড ১৯ ভ্যাক্সিন ও বুস্টার ডোজ গ্রহণ এবং যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ নিতে হবে বলেও জানায় হাব।
কোরবানির জন্য প্রত্যেক হজ যাত্রীকে ১৯ হাজার ৬৮৩ টাকা পৃথকভাবে সাথে নেয়ার কথা জানানো হয়।
এছাড়াও আগামী ১৮ মের মধ্যে এজেন্সিকে হজ প্যাকেজের সব টাকা জমা দিতে বলা হয়।
চলতি বছর দ্বিপাক্ষিক হজচুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন।
আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।