শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

চার্জার ফ্যানের ভেতর মিললো দেড় কোটি টাকার সোনার বার


চার্জার ফ্যানের ভেতর থেকে জব্দ সোনার বার। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ মে, ২০২২ ১১:০৮ : পূর্বাহ্ণ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাহরাইন থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০টি সোনার বার জব্দ করেছেন ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাহরাইন থেকে গালফ এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে। এই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন শফিকুল ইসলাম নামে একজন প্রবাসী। তার লাগেজ স্ক্যান করার সময় চার্জার ফ্যানের ভেতরে লুকানো সোনার অস্তিত্ব ধরা পড়ে।

সোনার বার চোরাচালানের ঘটনায় শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

কাস্টম হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শফিকুল ইসলাম নামের ওই যাত্রী একটি রিচার্জেবল ফ্যানের ভেতরে করে স্বর্ণগুলো বহন করছিলেন; তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোনার বারগুলোর ওজন ২ কেজি ৩০০ গ্রাম; বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দাবি করেন, তার পরিচিত এক ব্যক্তি তাকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে যেতে দিয়েছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর