নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১০ মে, ২০২২ ২:২৮ : অপরাহ্ণ
সরকার শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ার করে বলেছেন, ‘অস্থির হবেন না, সময় মতো আন্দোলন দেখতে পাবেন। শ্রীলংঙ্কার চেয়েও বর্তমান সরকারের পরিস্থিতি খারাপ হবে। তখন সবাই গিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপ দিবে।’
আজ মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।
সয়াবিন তেলের দাম বৃদ্ধির পেছনে সরকারের হাত রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রত্যক্ষ মদদে নিজেদের সিন্ডিকেটের ব্যবসায়ীদের সুবিধা দিতেই তেলের দাম বাড়ানো হয়েছে।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির বক্তব্য স্পষ্ট। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। ৩০০ আসনে ইভিএম ব্যবহার হবে-প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে তারা নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।’
আরও পড়ুন: পদত্যাগ কেন করতে হবে, আমরা কী অন্যায় করলাম, ফখরুলকে কাদের
বিএনপির দলীয় বিষয় নিয়ে কথা বলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগদানের আহবান জানান মির্জা ফখরুল।
কুমিল্লাসহ সারাদেশে বিরোধী দলের উপর হামলার প্রতিবাদে ১২ মে রাজধানীতে মহানগর, উত্তর, দক্ষিণ বিক্ষোভ সমাবেশ ও ১৪ মে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
এছাড়া সভায় ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।