রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ মে, ২০২২ ৪:৫৪ : অপরাহ্ণ
দেশজুড়ে চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকট ও আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
আজ সোমবার তিনি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশটির বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেছেন।
শ্রীলঙ্কার দৈনিক পত্রিকা ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বিশেষ বৈঠক করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বৈঠকে দেশের বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতি শান্ত করতে নিজের বড় ভাইকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।
এই অনুরোধ আমলে নিয়েই আজ পদত্যাগ করলেন মাহিন্দা।
বেশকিছুদিন ধরেই শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভ আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেসহ বর্তমান সরকারের পদত্যাগের দাবি তুলে আসছেন বিক্ষোভকারীরা।