রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২২ ৭:২২ : অপরাহ্ণ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আজ শনিবার আরবী বর্ষপঞ্জির দশম মাস শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
আন্তর্জাতিক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য জানিয়েছে।
দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর মানে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আগামীকাল রোববার রমজান মাসের শেষ দিন এবং পরদিন সোমবার শাওয়ালের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সে হিসাবে বাংলাদেশে পরদিন মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার শনিবার সকালে এক বিবৃতিতে বলেছে, চাঁদ দেখার মধ্য দিয়ে আজ শনিবার রমজানের শেষ দিন চিহ্নিত করা খুবই কঠিন হবে। মুসলিম বিশ্বের কোনো দেশ থেকেই আজ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশ মুসলিমদের উদ্দেশে অনুরোধ জানিয়েছে, আজ শনিবার ২৯ রমজান সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে পেলে তারা যেন সরকারকে জানান।