নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৯ এপ্রিল, ২০২২ ১০:১৬ : অপরাহ্ণ
মে মাসে চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের ১৮টি উপজেলা এবং রাঙামাটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৫ জুনের মধ্যে সব মেয়াদোত্তীর্ণ ওয়ার্ড এবং ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করা হবে। পাশাপাশি সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্ষাকাল, শোকের মাস আগস্ট বিবেচনায় রেখে জুন মাস এবং সেপ্টেম্বর মাসে সব মেয়াদোত্তীর্ণ উপজেলা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা ইউনিট সমূহের মধ্যে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
মে মাসে চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের ১৮ উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১ মে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌর সম্মেলন। ১২ মে কমলনগর উপজেলা সম্মেলন। একই দিনে কক্সবাজারের রামু উপজেলা সম্মেলন। ১৪ মে ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলা সম্মেলন।
১৫ মে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা সম্মেলন। ১৬ মে কক্সবাজারের মাতামুহুরী উপজেলা সম্মেলন। ২০ মে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সম্মেলন। ২১ মে রায়পুর উপজেলা সম্মেলন। একই দিনে কক্সবাজারের টেকনাফ উপজেলা সম্মেলন।
২২ মে কক্সবাজারের মহেশখালী উপজেলা সম্মেলন। ২৩ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা সম্মেলন। ২৪ মে রাঙামাটি জেলা সম্মেলন। ২৫ মে কক্সবাজারের ঈদগাহ উপজেলা সম্মেলন। একই দিনে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সম্মেলন।
২৬ মে কক্সবাজার সদর উপজেলা সম্মেলন। ২৮ মে কক্সবাজারের উখিয়া উপজেলা সম্মেলন। ৩১ মে নোয়াখালী সদর উপজেলা ও পৌর সম্মেলন।