শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নের জবাব দিলেন না ভারতের পররাষ্ট্রমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২২ ১১:৫৪ : অপরাহ্ণ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, র‌্যাব ইস্যুতে সহযোগিতা করবে ভারত।

তবে ঢাকা সফরের সংবাদ সম্মেলনে এ নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আধা ঘণ্টার কম সময় হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মোমেন-জয়শঙ্কর।

সাংবাদিকরা র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঢাকার সহযোগিতা চাওয়ার বিষয়ে জানতে চাইলে জয়শঙ্কর সংক্ষেপে বলেন, এটার উত্তর আপনাদের পররাষ্ট্রমন্ত্রী দেবেন।

এ সময় পাশ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি।

র‌্যাব ইস্যু ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে কোনো মন্তব্যই করেননি জয়শঙ্কর।

যৌথ সংবাদ সম্মেনে জয়শঙ্কর বলেন, তিনি এবার ঢাকায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুবিধাজনক সময়ে দিল্লি সফর করবেন। তার সফরের সময়ে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির সভাও অনুষ্ঠিত হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, করোনা পরবর্তী সময়ে উভয় দেশের সার্বিক যোগাযোগ হবে আগের মতোই।

আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মাঝে বড় কোনও সমস্যা নেই।

এর আগে দুপুরে ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এস জয়শঙ্কর। সেসময় প্রধানমন্ত্রীর হাতে ভারত সফরের নিমন্ত্রণপত্র তুলে দেন তিনি। এসময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়েও কথা বলেন তারা।

এদিন সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সম্মানে একাডেমিতে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

আজ শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জয়শঙ্কর।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর