বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন, রুটিন প্রকাশ



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০২২ ২:১৭ : অপরাহ্ণ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

আজ বুধবার শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, আগামী ১৯ জুন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে।

পরীক্ষা শুরুর তিন দিন আগে শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

প্রকাশিত রুটিনের তথ্য অনুযায়ী, আগামী ১৯ জুন বাংলা প্রথম পত্র পরীক্ষার অনুষ্ঠিত হবে। এরপর ২০ জুন বাংলা দ্বিতীয় পত্র, ২২ জুন ইংরেজি প্রথম পত্র, ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ জুন গণিত পরীক্ষা হবে।

২৮ জুন গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলার লিখিত পরীক্ষা নেওয়া হবে।

৩০ জুন পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, ২ জুলাই রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ৩ জুলাই ভূগোল ও পরিবেশ, ৪ জুলাই উচ্চতর গণিত, ৫ জুলাই হিসাববিজ্ঞান, ৬ জুলাই জীববিজ্ঞান ও অর্থনীতির পরীক্ষা হবে।

যেসব বিষয়ের সঙ্গে ব্যবহারিক পরীক্ষা আছে, সেগুলো হবে ১৩ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে।

রুটিন দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর