শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০২২ ২:৪৬ : অপরাহ্ণ

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি অচিরেই শান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি হুঁশিয়ার করে বলেন, এই সংঘর্ষের ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি হতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয় সাংবাদিককদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি ঘটনাস্থলে অনেক জটিল আকার ধারণ করেছে। টেকনিক্যাল কারণেই পুলিশ ছাত্রদের প্রতি সফট আচরণ করছে। এখানে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’

আজ মঙ্গলবার সকাল থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর শুরু হয় সংঘর্ষ। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।

এর আগে গতকাল সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে ভোর পর্যন্ত। এই ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, নিউমার্কেটে ঢাকা কলেজ তিন শিক্ষার্থী কাপড় কিনতে গেলে দোকানদারের সাথে কথা কাটাকাটি হয়। পরে তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘর্ষে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তারা দাবি করেছেন।

সংঘর্ষের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর