সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রের ‘নাক গলানো’ পছন্দ করবে না বাংলাদেশ


পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২২ ৭:০১ : অপরাহ্ণ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনো রাষ্ট্র নাক গলাক সেটা বাংলাদেশ সরকার আশা করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের উপর মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে অনেক কিছু আছে যা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না।’

রিপোর্টে সমকামিতা একটি অপরাধ এবং এ কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন মন্তব্য প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের মানুষ এটি কখনও মেনে নিবে না। সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভালো কোনো প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়ার চেষ্টা সরকার ভালো চোখে দেখবে না। দেশে জঙ্গিবাদের মূলোৎপাটন করেছে কিন্তু এখানেও সমস্যা তৈরি হতে পারে।’

র‍্যাবের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নিন্দা না করার জন্য অনুরোধ করেন তিনি।

বাংলাদেশ গত এক দশকে বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি করেছে উল্লেখ করে শাহরিয়ার আলম জানান, বাংলাদেশ গত ৫০ বছরে বিশেষ করে গত এক দশকে অনেক উন্নতি করেছে। এর মধ্যে শ্রম খাতও রয়েছে। কিন্তু গোটা রিপোর্টে এ সম্পর্কে ভালো কোনো মন্তব্য নেই।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর