বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আ.লীগের কারণে সংসদে শক্তিশালী বিরোধী দল নেই: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ এপ্রিল, ২০২২ ১:৪৭ : অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Rajnitisangbad Facebook Page

দেশে শক্তিশালী বিরোধী দল না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী সরকারের দমন-নিপীড়নমূলক নানা কর্মকাণ্ডের জন্যই সংসদে শক্তিশালী বিরোধী দল নেই।’

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে বৈঠকের কথা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এগুলোর উত্তর দেয়ার রুচি তো আমাদের নেই। এ সমস্ত কথা হল মূল বিষয়কে এড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা; আর কিছু না। শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো আমরা আমাদের কথাগুলো বলছি। কিন্তু পার্লামেন্টে বিরোধী দল নাই তাদের কার্যকলাপের কারণে। তারা এ দেশে গণতন্ত্রের কোনো স্পেস, কোনো পরিসরই দেয়নি। সেই ডেমোক্রেটিক স্পেস না থাকলে একটা ফ্যাসিবাদি রাষ্ট্রের মধ্যে কোন ধরণের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন, আমরা ঠিক বুঝি না। ওনি (প্রধানমন্ত্রী) যেহেতু চাচ্ছেন দেখতে অল্প সময়ের মধ্যেও সেটা দেখতে পাবেন।’

আরও পড়ুন: বিএনপি জল ঘোলা করে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে: ওবায়দুল কাদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের লিভ টু আপিল আবেদন আপিল বিভাগ কর্তৃক খারিজ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দলটির মহাসচিব বলেন, ‘ডা. জোবায়দা একজন অরাজনৈতিক চিকিৎসক। তাকে দুদকের এই মামলায় জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক। মামলার কোন ও ভিত্তি না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারকে হয়রানি ও হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। যে আদেশ প্রদান করা হয়েছে তা ফরমায়েসী বলে প্রতীয়মান হয়।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে চিত্র উঠে এসেছে তাতে বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই প্রতিবেদনে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। প্রতিবেদনে বলা হয়েছে ২০১৮ এর নির্বাচনে ব্যাপক কারচুপি, সন্ত্রাস এবং আগের রাতে সীল মারা, ভোটারদের ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে আসতে না দিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে জালিয়াতি পূর্ণ বলে অভিহিত করায় প্রমাণিত হয়েছে যে, অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের অধীনে কখনও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বচন সম্ভব নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসীবাদী এই সরকারের মারাত্মক মানবাধিকার লংঘন, সরকারের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতনের যে সকল অভিযোগ উঠেছে তা এই রিপোর্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে সম্প্রতি র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও ৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেই সত্যকে আরও প্রতিষ্ঠিত করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিচার বর্হিভূত হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্মম নির্যাতনের ফলে হত্যাকাণ্ড, প্রতিবাদকারী ব্যক্তিদের পিতা-মাতা, ভাই-বোনদের গ্রেফতার, বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া এবং কারাগারে প্রেরণকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উল্লেখ করা প্রকৃত সত্যকে উদঘটিত করেছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর