শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

৯ এপ্রিল মধ্যরাতে কেন আদালত খোলা ছিল, প্রশ্ন ইমরান খানের


বুধবার রাতে পেশোয়ার শহরে পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশ

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ এপ্রিল, ২০২২ ১২:১১ : অপরাহ্ণ

পাকিস্তানে ৯ এপ্রিল মধ্যরাতে কেন আদালত খোলা ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ‘কী অপরাধ করেছি আমি যে আপনারা রাত ১২টায় আদালত বসালেন, আপনারা রাতের অন্ধকারে আদালত বসালেন। আমি কি কোনো আইন ভঙ্গ করেছি?’

গতকাল বুধবার পাকিস্তানের পেশোয়ার শহরে বিশাল একটি সমাবেশে তিনি এ প্রশ্ন রাখেন।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল স্থানীয় সময় সকাল সাড়ে দশটার মধ্যে পার্লামেন্টকে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু স্পিকার এ নিয়ে সময় ক্ষেপণ করতে থাকে। এ অবস্থায় ওই দিন রাত ১২টার আগেই সুপ্রিম কোর্টে ছুটে যান প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। আদালতের নির্দেশ লঙ্ঘন করার কারণে তিনি প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন-এমন আশঙ্কায় মুহূর্তে সব পাল্টে যায়।

ধারণা করা হচ্ছে, এসব কারণেই মধ্যরাতে আদালত বসানোর বিষয়টি ইমরান খানের গত রাতের ভাষণে উঠে এসেছে।

পার্লামেন্টে তার হেরে যাওয়ার পর সমর্থকদের প্রতিক্রিয়ার দিকে ইঙ্গিত করে পেশোয়ারের সমাবেশে ইমরান খান বলেন, ‘যখনই পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন, তখন জনতা মিস্টি বিতরণ করেছে। কিন্তু আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি সরে যাওয়ার পর আপনারা সবাই (রাস্তায় নেমে) এসেছেন এবং সম্মান দিয়েছেন।’

তিনি বলেন, ‘পাকিস্তানের জনগণ এভাবে আর কখনো রাস্তায় নামেনি। মনে রাখতে হবে যে এটি সত্তরের দশকের পাকিস্তান নয়। এটি নতুন পাকিস্তান। এখন পাকিস্তানের মানুষ সচেতন।’

ইমরান খান তার দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ করে নতুন সরকারের উদ্দেশ্যে বলেন, ‘যেদিন আমরা ডাক দেব, সেদিন আপনারা পালানোর পথ পাবেন না।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর