শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

সাড়ে ৮ ঘণ্টা দুর্ভোগের পর রেল ধর্মঘট প্রত্যাহার



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২২ ১২:২৭ : অপরাহ্ণ

অবশেষে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের দাবি পূরণের আশ্বাসে সাড়ে আট ঘণ্টা পরে রেল ধর্মঘট প্রত্যাহার করেছে চালক ও রানিং স্টাফরা।

আজ বুধবার সকালে রেলমন্ত্রী, রেলসচিব ডিজিসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহারে রাজি হন।

রেলমন্ত্রী বলেন, ‘রানিং স্টাফদের দাবি ন্যায্য। তাদের হয়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাকে ও সচিবকে আলোচনায় ডেকেছেন। সেখানে প্রধানমন্ত্রী বিষয়টির ফয়সালা করবেন।’

নূরুল ইসলাম বলেন, ‘আর কয়েকদিন পরে ঈদ। ১৬ কোটি মানুষের বাহন রেল। তাদের বাড়ি ফেরাতে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন। যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য এখনই ধর্মঘট প্রত্যাহার করা জরুরি।’

বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সারা দেশে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে আজ বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর