নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০২২ ১০:০৮ : অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে ২০ দিনের ব্যবধানে সব মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ফলে দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে ৭৮ হাজার ৮৪৯ টাকা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
আজ সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৩৪৯ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ১৪৫৮ টাকা; এখন বিক্রি হবে ৬৪ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১২২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৮২৯ টাকা।
এর আগে গত ২১ মার্চ ভরিতে স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়েছিল বাজুস। ওই দামেই আজকে পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ ছিল ৭৭ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ৭৩ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫২ হাজার ৬০৫ টাকায় বিক্রি হয়েছে।
রুপার দাম থাকছে অপরিবর্তিত
২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।