রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০২২ ১১:৩১ : পূর্বাহ্ণ
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ সোমবার পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। স্থানীয় সময় বিকেল তিনটায় পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে বলে পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয় জানিয়েছে।
আর নতুন প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। খবর জিও নিউজ ও আল জাজিরার।
এদিকে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএলএন) সভাপতি শাহবাজ শরীফ এবং বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতৃত্বাধীন সরকারের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
তবে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, জাতীয় পরিষদ থেকে গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিভক্ত হয়ে আছেন পিটিআই নেতারা।
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে পরাজিত হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। ৩৪২ আসনের পার্লামেন্টে তার বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। তাকে ক্ষমতা থেকে সরাতে দরকার ছিল ১৭২ ভোট।
ইমরানের ক্ষমতা হারানোর মধ্য দিয়ে পতন হয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারেরও। এ জন্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হচ্ছে।
এই প্রথম দেশটির কোনো প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন। এর আগে ১৯৮৯ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলা হয়েছিল। তবে উভয়েই সেই ভোটে জিতে ক্ষমতায় টিকে গিয়েছিলেন।
অনাস্থা ভোটের ফল ঘোষণার পর বিরোধী দলের নেতারা বিজয়ী বক্তৃতা দেন।
প্রধানমন্ত্রী পদে জাতীয় পরিষদে বিরোধীদলীয় জোটের প্রার্থী ও পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ তার বক্তৃতায় বলেন, আমরা জাতির ক্ষত সারিয়ে তুলতে চাই। আমরা কোনো প্রতিশোধ নেব না। কোনো নিরপরাধ মানুষকে জেলে পাঠানো হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। বিচার বিভাগের প্রতি আমাদের সম্মান একইরকম বহাল থাকবে।