শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

চালের কেজি ২৫, পেঁয়াজ ১৫ ও সয়াবিন ১২০ টাকা


যশোরে অর্ধেক দামে মিলছে নিত্যপণ্য। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০২২ ৪:৪৭ : অপরাহ্ণ

চালের কেজি ২৫, পেঁয়াজ ১৫, আলু ১০ আর সয়াবিন প্রতি লিটার ১২০ টাকা। রমজানে দ্রব্যমূল্য যেখানে আকাশ ছোঁয়া, সেখানে এমন দামে বিক্রি হচ্ছে নিত্যপন্য।

শুনতে অবাক হলেও বাস্তবেই এই দামে পণ্য বেচা-কেনা হচ্ছে যশোরে।

তবে এমন পণ্য সবার জন্য নয়। পাবেন শুধু নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেনী।

অর্ধেক দামে পণ্য বিক্রি করছে তাই প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘আইডিয়া লস প্রজেক্ট’।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অর্ধেক দামে মিলছে নিত্যপণ্য। যশোরে ‘আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এমন সুযোগ করে দিয়েছে।

রমজান জুড়েই নিম্ন ও মধ্যবিত্তরা পণ্য কিনতে পারছেন অর্ধেক দামে।

আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা নামের এই সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করছে ‘মানব কল্যাণে আমরা ঠকতে চাই’ স্লোগানে।

রোজার শুরুতে যশোরের খড়কিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি।

উদ্যোক্তারা বলছেন, এই রোজায় কেউ যেন ভাতের কষ্টে না থাকে তাই এমন উদ্যোগ। পণ্যের ঊর্ধগতির এই বাজারে এমন দামে কিনতে পেরে ক্রেতারাও বেজায় খুশি।

রমজানজুড়ে প্রায় ৫০০ পরিবার প্রতি সপ্তাহে সুযোগ পাবে এই পণ্য কেনার।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর