নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০২২ ২:৪৮ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন স্ত্রী ও আরেক সন্তান।
আজ শনিবার বেলা ১১টার দিকে বন্দরটিলা এলাকার ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন-আবু সালেহ (৩৮) ও তার ছেলে আবদুল্লাহ আল আমিন (৫)।
আহতরা হলেন-আবু সালেহের স্ত্রী মনিরা আকতার ও তার চার বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল মাহিম।
তারা সিমেন্ট ক্রসিং এলাকার আকমল আলী সড়কে ভাড়া বাসায় থাকেন। আবু সালেহ আবু সালেহ ইপিজেডের এইচকেডি গার্মেন্টসে কাজ করতেন।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কাভার্ডভ্যানটির সামনে সড়কে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকমল আলী সড়কের বাসা থেকে রিকশাতে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে ইপিজেড বে-শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। তাদের রিকশার পেছনে ছিল কাভার্ডভ্যান।
বন্দরটিলা এলাকার ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে ওই রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে রিকশা থেকে আবু সালেহের স্ত্রী মনিরা ও সন্তান মাহিম পড়ে যান। এরপর রিকশাটিকে চাপা দেয় কাভার্ডভ্যান। এতে রিকশায় থাকা আবু সালেহ ও তার ছেলে আল আমিন ঘটনাস্থলেই মারা যান।
ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম জানান, কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। একই সাথে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। বাবা-ছেলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।