রবিবার, ১২ মে, ২০২৪ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ৩ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টের রায়ে দুঃখ পেলেও তা মেনে নিয়েছি: ইমরান খান


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ এপ্রিল, ২০২২ ১১:৩১ : অপরাহ্ণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
Rajnitisangbad Facebook Page

সুপ্রিম কোর্টের আদেশে সব ছক উল্টে যাওয়ার পর আজ শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘রায়ে আমি দুঃখ পেয়েছি, কিন্তু তা মেনে নিয়েছি।’

সম্মান বাঁচানোর চেষ্টায় আনাস্থা ভোট এড়িয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কৌশল নিয়েছিলেন ইমরান। কিন্তু সুপ্রিম কোর্ট তা অবৈধ ঘোষণা করে শনিবার জাতীয় পরিষদের অধিবেশন বসিয়ে আনাস্থা ভোটের নিষ্পত্তি করতে বলেছে।

পার্লামেন্টে সমর্থনের যে হিসাব-নিকাশ দাঁড়িয়েছে, তাতে অনাস্থার লজ্জা নিয়ে ইমরানের প্রস্থান হতে পারে।

তার আগে শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণে তিনি কী ঘোষণা দেন তা নিয়ে জল্পনার মধ্যে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছিলেন, জাতির সামনে একটি ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ নিয়ে আসছেন ইমরান খান।

অবশেষে রাত সাড়ে ৯টায় ভাষণে ইমরান সবিস্তারে তার বক্তব্য তুলে ধরেছেন দেশবাসীর সামনে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ডেপুটি স্পিকার সংবিধানের ৫ অনুচ্ছেদের আলোকে পার্লামেন্ট অধিবেশন মুলতবি এবং অনাস্থা প্রস্তাব বাতিল করেছিলেন। এই অনাস্থা প্রস্তাবে বিদেশি হস্তক্ষেপ ছিল। আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্ট অন্তত এ বিষয়টিতে নজর দেবে। কিন্তু বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে দেখেনি। রায় দেওয়ার আগে বিষয়টি একবার হলেও দেখা উচিত ছিল। অন্য একটি দেশ চক্রান্ত করে পাকিস্তান সরকারের পতন ঘটাতে চায়- এটি একটি গুরুতর অভিযোগ।’

ইমরান খান বলেন, ‘বিদেশি শক্তিগুলি একজন নমনীয় প্রধানমন্ত্রী চায় এবং সে কারণেই তারা তাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমরা ২২ কোটি মানুষ। বাইরে থেকে কেউ ২২ কোটি মানুষকে এই নির্দেশ দিচ্ছে, এটা অপমানজনক।’

পাক প্রধানমন্ত্রী ভাষণে ভারতের প্রসঙ্গ তুলে বলেন, ‘কোনও বড় শক্তি ভারতকে কোনও নির্দেশ দিতে পারে না।’

ইমরান খান বলেন, ‘আমেরিকার কূটনীতিকরা আমাদের লোকদের সঙ্গে দেখা করেন। তারপরই আমরা পুরো পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছি। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পরিকল্পনার বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আনছি না।’

বিরোধীদের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বের নানা দেশ ঘুরেছি, কিন্তু কোথাও এমন খোলামেলা দুর্নীতি দেখিনি।’

ইমরান খান বলেন, ‘পাকিস্তানের তরুণদের সামনে আমরা কি উদাহরণ দিয়ে যাচ্ছি। তারা যদি দেখে রাজনীতিবীদরা তাদের বিবেককে বিক্রি করে দিচ্ছে কি শিখবে?’

আস্থা ভোটে পতন অবশ্যম্ভাবী ধরে নিয়ে তিনি দেশবাসীকে রোববার ‘আমদানি করা সরকারের’ বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পার্লামেন্টে অনাস্থা ভোট বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। শনিবার জাতীয় পরিষদের অধিবেশন বসিয়ে আস্থা ভোটের নিষ্পত্তি করতে বলে দেশটির সুপ্রিম কোর্ট।

সূত্র: দ্য ডন ও জিও নিউজ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর