মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

রোজায় ২০ এপ্রিল পর্যন্ত খোলা স্কুল-কলেজ, সপ্তাহে ছুটি ২ দিন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২২ ৬:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ এপ্রিল (১৮ রমজান) পর্যন্ত খোলা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। রমজান মাসজুড়ে থাকবে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) ছুটি।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

আরও পড়ুন: এবার ঈদের ছুটি ৯ দিন!

এর আগে রোজার মধ্যে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সাপ্তাহিক ছুটি ছিল শুধুমাত্র শুক্রবার।

করোনা মহামারিতে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় রমজান মাসেও শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্কুল-কলেজ খোলার রাখার এই বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করা হয়।

তাদের সেই অনুরোধের প্রেক্ষিতে স্কুল-কলেজ খোলা রাখার সময় আরও ছয়দিন কমিয়ে এনেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে সাপ্তাহিক ছুটি বাড়িয়ে দুদিন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রোজায় পানিশূন্যতা থেকে রক্ষা পাবেন যেভাবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর