নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২২ ৩:৪৩ : অপরাহ্ণ
দেশে রান্নার কাজে ব্যবহৃত তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের দাম আরেক দফা বাড়িয়েছে সরকার।
১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এ ছাড়া ৩৩ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৩ হাজার ৯৫৮ টাকা এবং ৩৫ কেজির দাম ৪ হাজার ১৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ সন্ধ্যা ৬টা থেকে বর্ধিত দাম কার্যকর হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপি গ্যাস কেজিপ্রতি ৪ টাকা বেড়েছে। বেসরকারি পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে।
সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ৪৩৯ টাকা।
ফলে মার্চে তুলনায় এপ্রিলে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের এলপিজিতে ৪৮ টাকা বেশি দিতে হবে।
এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপি অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ দশমিক ০২ পয়সা, যা আগে ছিল ৬৪ দশমিক ৭৮ টাকা।
এর আগে গত ৩ মার্চ রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম বাড়ায় বিইআরসি। সে সময় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়।