শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ | ২ কার্তিক, ১৪৩১ | ১৪ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

আস্থা ভোটের মুখোমুখি ইমরান খান, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২২ ১২:৫০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা জানা যাবে আজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর দেশটির জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) আজ রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ভাগ্যনির্ধারণী ভোটাভুটির অধিবেশন শুরু হয়েছে।

এ অধিবেশন ঘিরে সংঘাতের আশঙ্কায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

স্পিকারকে সরানোর প্রস্তাব বিরোধীদের

ইমরান খানের বিরুদ্ধে আস্থা ভোটের আগে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে অপসারণের প্রস্তাব এনেছে বিরোধীরা। ১১০ জনের স্বাক্ষর রয়েছে সে প্রস্তাবে।

পাঞ্জাবের গভর্নর বরখাস্ত

আস্থা ভোটের আগে পাঞ্জাবের গভর্নরকে বরখাস্ত করেছেন ইমরান খান। পাকিস্তানের পাঞ্জাবের নতুন গভর্নর হিসেবে উমর সরফরাজ চিমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চৌধুরী মোহম্মদ সারোয়ারকে ওই পদ থেকে সরিয়ে দেয় ইমরান খানের সরকার।

ইমরানের সামনে তিন বিকল্প

ইমরান খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটি প্রতিষ্ঠান বা সংস্থা তাকে তিনটি বিকল্প দিয়েছিল। সেগুলো হলো-পদত্যাগ করা, আস্থা ভোট কিংবা নির্বাচন এগিয়ে আনা। কে এই প্রতিষ্ঠান বা সংস্থা, তা ইমরান স্পষ্ট না জানালেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাবাহিনীর দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

সরকার পড়বেই: বলছে বিরোধীরা

বিরোধীদের দাবি, অন্তত ১৭৫টি ভোট তাদের পক্ষে পড়বে, যা ম্যাজিক সংখ্যা’র (১৭২) চেয়ে বেশি।

ইমরানের জোট সরকারের গুরুত্বপূর্ণ একটি শরিক দল বিরোধী শিবিরে যোগ দেওয়ায় অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন দল। এতে বিরোধী দলগুলোর আইনপ্রণেতার সংখ্যা বেড়ে যায়। অনাস্থা প্রস্তাব পাসে বিরোধীদের প্রয়োজন ১৭২ ভোট। জিও নিউজের প্রতিবদেনে বলা হয়েছে, বিরোধী ও বিক্ষুব্ধ সবাই ভোট দিলে সংখ্যাটা ১৯৯-এ পৌঁছে যেতে পারে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি মোট আসন সংখ্যা ৩৪২।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর