রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২২ ১০:১৫ : অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ১৩৭ রানের ইনিংসে ভর করে ২৯৮ রানে গিয়ে থামলো বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ৬৯ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
দলের পক্ষে জয় ছাড়া ব্যাট হাতে সাদমান ইসলাম ৩৮ এবং লিটন দাস ৪১ রান করেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৯৮ রান তুলেছিল বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে জয় ৪৪ ও নাইটওয়াচম্যান তাসকিন আহমেদ খালি হাতে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন শেষ পর্যন্ত ১৩৭ রানে আউট হওয়ার আগে ৩২৬ বল খেলে ১৫টি চার ও ২টি ছক্কা মারেন জয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কোন বাংলাদেশি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।
জয় ছাড়া বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ৩৮, মেহেদি হাসান মিরাজ ২৯, ইয়াসির আলি ২২ রান করেন।
দক্ষিণ আফ্রিকার সিমোন হার্মার ৪টি ও লিজাড উইলিয়ামস ৩টি উইকেট নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৬৭ রান সংগ্রহ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ব্যাট হাতে ৯৩ রান করেন তেম্বা বাভুমা।
বাংলাদেশের পক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন সৈয়দ খালেহ আহমেদ। ২৫ ওভার বল করে ৯২ রানে শিকার করেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগার পেসারদের এটিই সেরা বোলিং ফিগার।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): ৩৬৭ (১২১ ওভার)
বাংলাদেশ (প্রথম ইনিংস): ২৯৮ (১১৫.৫ ওভার)।