রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

খালেদ, মিরাজ ও এবাদতের দুর্দান্ত বলে ৩৬৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা



নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২২ ৬:১৪ : অপরাহ্ণ

ডারবান টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। প্রথম দিন ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় দিন প্রথম সেশনেই চেপে ধরে বাংলাদেশ।

দিনের শুরুতে জোড়া আঘান হানেন খালেদ আহমেদ। এরপর মেহেদী মিরাজ ও ইবাদতের দৃঢ়তায় ৩৬৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।

দ্বিতীয় দিন সকালের সেশনটা দুর্দান্ত শুরু করে বাংলাদেশ।

দিনের ষষ্ঠ ওভারে খালেদের বলে লেগ বিফোর হন উইকেটরক্ষক ব্যাটার কাইল ভারাইনে। তিনি ফিরে যান ৮১ বলে ২৮ রান করে।

পরের বলে ওয়ান মুল্ডার স্লিপে মাহমুদুল জয়ের ক্যাচে পরিণত হন। রানের খাতা খুলতে পারেননি তিনি।

প্রথম দিন অর্ধশতক করে অপরাজিত থাকা টেম্বা বাভুমা দ্বিতীয়দিনও সাবলীল ছিলেন। সেঞ্চুরির খুব কাছাকাছিও চলে গিয়েছিলেন।

কিন্তু তাকে শতক বঞ্চিত করে ৯৩ রানে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে দেন মিরাজ।

বাভুমার বিদায়ের এক বল পর কেশব মহারাজকে তুলে নেন এবাদত হোসেন। ৪০ বলে ১৯ রান করেন বাঁ-হাতি স্পিনার মহারাজ।

এরপর সিমন হারমার ৩৮ রানের হার না মানা ইনিংস খেলে। তার সঙ্গে লিয়ার্ড উইলিয়াম ও ডুয়ান অলিভিয়ের ১২ করে রান করলে সাড়ে তিনশ’ ওপরে রান নিয়ে যায় প্রোটিয়ারা।

লেজের ব্যাটাররা রান না পেলে তিনশ’র পরেই থামতো স্বাগতিকরা।

দুই টেস্টের সিরিজের প্রথমটিতে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। কিন্তু উইকেটের সুবিধা নিতে পারেনি।

প্রথম সেশনে কর্তৃত্ব করেন ডিন এলগার ও সারেল উইআর। কিংসমিডে প্রথমদিন ৪ উইকেটে তারা ২৩৩ রান তোলে।

অধিনায়ক এলগার ৬৭ রান করেন। আরউই ৪১ রানে ফিরে যান। তিনে নেমে কিগান পিটারসন করেন ১৯ রান।

বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। তিন উইকেট দখল করেছেন মেহেদি মিরাজ।

এছাড়া এবাদত হোসেন নিয়েছেন দুই উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ১২১ ওভারে ৩৬৭/১০ (এলগার ৬৭, এরউইয়া ৪১, পিটারসেন ১৯, রিকলটন ২১, তেম্বা ৯৩, কাইল ২৮, উইয়ান ০, কেশব ১৯, সিমন ৩৮, উইলিয়ামস ১২, অলিভার ১২; তাসকিন ২৩-৪-৬৯-০, ইবাদত ২৯-১০-৮৬-২, মিরাজ ৪০-৮-৯৪-৩ , খালেদ ২৫-৩-৯২-৪, মুমিনুল ৪-০-১৭-০)।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর